Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ডঃ

১. বর্তমানে ডিজিটাল পদ্ধতির আওতায় দলিল কম্পিউটারের মাধ্যমে কম্পোজ করা হইতেছে। যাহা জনগন স্পষ্ট ভাষায় সকলেই বুঝিতে পারে।

২. পূর্বে দলিলে কোন প্রকার ছবির প্রচলন ছিল না বর্তমানে জাল জালিয়াতি রোধকল্পে দাতা ও গ্রহীতার ছবি পাসপোর্ট আকারের প্রচলন করা হইয়াছে।

৩. বর্তমানে ব্যাংকে পে-অর্ডারের মাধ্যমে রেজিষ্ট্রেশন ফি, স্হানীয় কর, স্ট্যাম্প শুল্ক, উৎস কর পরিশোধ করা হইতেছে, এতে ফিস আদায়ের ক্ষেএে স্বচ্ছতা নিশ্চত হইয়াছে।

৪. দলিল রেজিষ্ট্রির জন্য হালনাগাদ খাজনা পরিশোধ আব্যশক, যাহা সরকারের রাজস্ব আদায়ে সহায়ক হিসাবে কাজ করিতেছে।

৫. জেলা রেজিস্ট্রার মহোদয় নিয়মিত অফিস পরিদর্শন অডিট করিয়া থাকেন।

৬. রেজিস্ট্রেশন বিভাগ বাল্য বিবাহ রোধ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

৭. স্বচ্ছ, দ্রুত ও জবাব দিহিতা মূলক জনসেবা আমাদের অঙ্গীকার রেজিষ্ট্রেশন বিভাগের নিয়মিত আয়োজন গনশুনানী চলিতেছে।

৮. দলিল রেজিষ্ট্রেশন করতে আসা পক্ষগনের জন্য সুপেয় পানির ব্যবস্হা, টয়লেট ব্যবস্হা ও বসার ব্যবস্হা সহ নামাজের ব্যবস্হা করা হয়েছে যাহাতে জনগনের কোন প্রকার ভোগান্তি না হয়।

 

 

 

১. বর্তমানে ডিজিটাল পদ্ধতির আওতায় দলিল কম্পিউটারের মাধ্যমে কম্পোজ করা হইতেছে। যাহা জনগন স্পষ্ট ভাষায় সকলেই বুঝিতে পারে।

২. পূর্বে দলিলে কোন প্রকার ছবির প্রচলন ছিল না বর্তমানে জাল জালিয়াতি রোধকল্পে দাতা ও গ্রহীতার ছবি পাসপোর্ট আকারের প্রচলন করা হইয়াছে।

৩. বর্তমানে ব্যাংকে পে-অর্ডারের মাধ্যমে রেজিষ্ট্রেশন ফি, স্হানীয় কর, স্ট্যাম্প শুল্ক, উৎস কর পরিশোধ করা হইতেছে, এতে ফিস আদায়ের ক্ষেএে স্বচ্ছতা নিশ্চত হইয়াছে।

৪. দলিল রেজিষ্ট্রির জন্য হালনাগাদ খাজনা পরিশোধ আব্যশক, যাহা সরকারের রাজস্ব আদায়ে সহায়ক হিসাবে কাজ করিতেছে।

৫. জেলা রেজিস্ট্রার মহোদয় নিয়মিত অফিস পরিদর্শন অডিট করিয়া থাকেন।

৬. রেজিস্ট্রেশন বিভাগ বাল্য বিবাহ রোধ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

৭. স্বচ্ছ, দ্রুত ও জবাব দিহিতা মূলক জনসেবা আমাদের অঙ্গীকার রেজিষ্ট্রেশন বিভাগের নিয়মিত আয়োজন গনশুনানী চলিতেছে।

৮. দলিল রেজিষ্ট্রেশন করতে আসা পক্ষগনের জন্য সুপেয় পানির ব্যবস্হা, টয়লেট ব্যবস্হা ও বসার ব্যবস্হা সহ নামাজের ব্যবস্হা করা হয়েছে যাহাতে জনগনের কোন প্রকার ভোগান্তি না হয়।